ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাস্তা পার হওয়ার সময় পাগলা মসজিদ মক্তবের শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আলী আকবর পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি পাগলা মসজিদের মক্তবে শিক্ষকতার পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের গাইটাল এলাকা ভাড়া বাসায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে যোহরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে রওনা হন। এ সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |