পাইকগাছায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৭:৩১ পিএম


পাইকগাছায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পহেলা বৈশাখে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

প্রগতি পোল্ট্রি ফিডের মালিক সুশান্ত কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (১৪ এপ্রিল) সারাদিনের বেচা-বিক্রি শেষে নগদ ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা নিয়ে রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে হেঁটে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে আফজালের বাড়ির সামনে পৌঁছালে গলির মধ্যে থেকে মুখ বাধা দুই যুবক হঠাৎ সামনে এসে পথরোধ করে কাছে থাকা ব্যাগ দিতে বলে। এ সময় ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই কপিলমুনি পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সুশান্ত কুমার রায় আরও বলেন, আশে পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরা সম্ভব হবে। ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই সবুজ জানান, ঘটনাটি জানার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

থানা ওসি মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission