খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প নিয়ে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় দেখা যায়, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার অতীত ঐতিহ্য কৃষকের গরু-লাঙ্গল, জোয়াল, মৎস্যজীবীর ক্ষেপলা জাল, মাছ রাখার খারাই, বর-নববধূর বাহন পালকি, পল্লীবধূর কাকে কলস, ধান-চাল ঝাড়ানো কুলা, সোনালী ফসল ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-ফেস্টুন হাতে নিয়ে ঢুলির তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রায় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
বিশাল শোভাযাত্রা শেষে পাইকগাছা জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরটিভি/এমকে