মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১২:০২ পিএম


মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষ থেকে ব্যাগের ভেতর বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ শিক্ষককে ২ বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলার সময় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন—চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়; জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন; শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের পলি দেবনাথ ও নাসির উদ্দিন খান এবং অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফরুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা যায়, ওই কেন্দ্রের ১০১, ১১০ ও ২১০ নম্বর কক্ষে টেবিলের ওপরে ও নিচে ব্যাগ, বই, খাতা ও মোবাইল পাওয়া যায়। এ ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র সচিব ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষককে ২০২৫ ও ২০২৬ সালের পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৪৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তিনটি কক্ষে বই ও মোবাইল পাওয়া গেছে। তাই দায়িত্বে থাকা ৯ শিক্ষককে দুই বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission