ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নিজ বাড়িতে আগুন, যা বললেন মানবেন্দ্র ঘোষ

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০২:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

পহেলা বৈশাখের ফ্যাসিস্টের মুখাকৃতি নির্মাণকারী সন্দেহে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে জানিয়েছেন মানবেন্দ্র ঘোষের পরিবার।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে চারুশিল্প মানবেন্দ্র ঘোষ।

483890673_2201437713644361_3958655782120450963_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_eui2=AeFbCvybNZTjtrofQjmM_Wx_zB4pVwwPF8fMHilXDA8Xx91hAUVJHLGNI1VewFHOzVvftiqbO3JOiqEm8B3drLrG&_nc_ohc=61fNpW-qv3EQ7kNvwG0yf88&_nc_oc=AdmtnEWjn5hOqaPio_UxmzA4nxX-oOCjZd5uRit6QXNnUUBJzKv3R_Mkj6jlzvAgh9E&_nc_zt=23&_nc_ht=scontent.fdac157-1.fna&oh=03

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার চিত্রজীবনের অনেক স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাও মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছেন। 

জানা যায়, মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী।  

Screenshot_3

বিজ্ঞাপন

এ সময় চারুশিল্প মানবেন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, গত ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে একটি গ্রুপ মিথ্যাচার শুরু করে। আমি নাকি ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানোর কাজ করছি। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে ওই গ্রুপটাতে। তখন আমি নিরাপত্তাহীনতার কারণে থানায় সাধারণ ডায়েরি করি। পরে আমাকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমার পৈত্রিক বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। 

490066863_1788227581722545_2954280100272885666_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_eui2=AeGQQw2cudfReDsuMwTKzvwcvwqAdR1aRha_CoB1HVpGFrO82VjMKBM6VUfxLJDcRjk690OVmFnMe4CGZlCHxYhw&_nc_ohc=qUqQq50oPNwQ7kNvwFq6pmY&_nc_oc=Adl2gpBSuv8zhGaqBjhxOHo2G8KdroAgecCc3jQX0udpC4wqTwq7l8jsbZMfttVA-dQ&_nc_zt=23&_nc

তিনি আরও বলেন, বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় কোনো মামলা করেছেন কি না এমন প্রশ্নে তিনি শুধু বলেন, মামলা করবো।

মানিকগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।

Screenshot_4

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে তা পরিদর্শনে এসেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ হয়তো শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দিয়েছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিরূপণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |