ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানসহ ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৪:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ ও কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী এবং ভবানীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ। তাদের নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার শাহ আলম দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাগর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। 

এ বিষয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |