চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন দুলাল মিয়া নামের এক নাবিক। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় এ ঘটনা ঘটে।
রোববার (২০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
নিখোঁজ দুলাল নোয়াখালীর চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ কর্মরত ছিলেন।
জানা যায়, রাতে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। রোববার দুপুর পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি।
এ বিষয়ে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, এক নাবিক জাহাজে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তার খোঁজে অভিযান চলছে।
আরটিভি/এমকে-টি