চাঁদপুরের কচুয়া উপজেলার দাখিল পরীক্ষার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দাখিলের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদরাসার গাজী মো. জাহিদ হোসেন ও আরমান হোসেন, কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।
কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী ও ৪ কক্ষ পরিদর্শককে চলমান সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়মশৃঙ্গলা ভঙ করে, তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ বলে জানান এই কর্মকর্তা।
আরটিভি/এএএ