কুমিল্লায় পুকুরে উল্টে পড়া গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে জিসান (১৩) নামে গোসলরত এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরুড়ায় ঝলম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান ঝলম এলাকার ফারুক হোসেনের ছেলে।
আহত মেহেদী হাসানের বাবা আক্তার হোসেন বলেন, তারা চার কিশোর পুকুরে গোসল করছিল। খালি সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে পুকুরে পড়ে যায়। পিকআপ ভ্যান ও সিলিন্ডারের নিচে চাপা পড়ে জিসানের মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বাকি দুজন বেঁচে গেছে।
বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার গণমাধ্যমকে বলেন, দুপুর আনুমানিক দেড়টায় বরুড়া ঝলম সড়ক থেকে সিলিন্ডারবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওই পিকআপের নিচে চাপা পড়ে গোসলরত এক কিশোরের মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, বরুড়া বাজার থেকে একটি পিকআপ ভ্যান ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙা ছিল। তবে চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অথবা পিকআপটির ব্রেক ফেইলও হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
আরটিভি/এএএ