ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৭নং পশারীবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজ হোসেন মুন্সী দুর্নীতি দায়ে বরখাস্ত হওয়ার পর খুশিতে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ধাওয়া ইউনিয়নের উত্তর-পূর্ব পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেন।
এলাকাবাসী জানান, ফিরোজ মেম্বার এলাকার দুস্থ-অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত অর্থ ও উপহার আত্মসাৎ করেছেন। তিনি সরকারি প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অসংখ্য মানুষের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা করে অর্থ আদায় করেছেন, কিন্তু কাউকে ঘর দেননি। এলাকার গরিব-অসহায় মানুষকে বঞ্চিত করে নিজে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। ফিরোজ মুন্সী আওয়ামী লীগ নেতা। তিনি আওয়ামী প্রভাব খাটিয়ে ভোট জালিয়াতি করে টানা প্রায় ২০ বছর ধরে মেম্বার পদে আছেন। তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
এর আগে, গত ২১ এপ্রিল তাকে বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১।
প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য মো. ফিরোজ হোসেন মুন্সীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের ঘর, টিউবওয়েল, ভিজিডি কার্ড, বিধবা ও বয়স্কভাতা এবং টিসিবির কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে গরিব অসহায় মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য পত্রের স্মারকে মো. ফিরোজ হোসেন মুন্সীকে কেন চূড়ান্ত ভাবে অপসারণ করা হবে না—তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
আরটিভি/টি