গাজীপুরের শ্রীপুরে ঋণের দায়ে সিঙ্গাপুর প্রবাসী যুবক মৃদুল সরকার (৩০) গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গজারি বন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে এসে তিনি আত্মহত্যা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল স্থানীয়দের বরাতে বলেন, মৃদুল সরকার এলাকার লোকজন, আত্মীয়স্বজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে সিঙ্গাপুর যায়। সেখানে চাকরি জীবনে তেমন ভালো আয় করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারেনি। ঋণ পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বনের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরটিভি/এএএ