পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের কমিটি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১০:০৮ এএম


পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের কমিটি
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, যা বহুদূর থেকেও দেখা যায়। আগুনের তীব্রতা দেখে আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দমকল দল, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিদ্যুৎকেন্দ্রের মূল উৎপাদন ইউনিট ও গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি। কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে। তবে, শেডে জমে থাকা কিছু পরিত্যক্ত লোহা-লক্কর ও স্ক্র্যাপ সামগ্রী পুড়ে গেছে।

প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
 
আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission