মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, হঠাৎ হাজির কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৩:৫২ পিএম


মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার
ছবি: আরটিভি

মিয়ানমারের রাখাইনে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন- অর-রশীদ এ তথ্য জানান।

আটক ১০ জন পাচারকারি কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

লে. কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, বৃহস্পতিবার (১ মে) কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি।

ফলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোট সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে ট্রলারটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কোস্টগার্ডের জেটি ঘাটে নিয়ে আসা হয়। ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission