ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহমাদ (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
এর আগে, রোববার দিবাগত রাতে খরারচরের তালিমুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।
গ্রেপ্তার জুবায়ের আহমাদ (২৩) ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদরাসা নামে একটি মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বালুয়াডিঘীরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশু একই ইউনিয়নের আটিমাইঠান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু তালিমুল কোরআন মাদরাসায় আবাসিকভাবে থেকে তৃতীয় শ্রেণিতে পড়ে। রোববার রাতে আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম ভাঙিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান ওই শিক্ষক। এরপর তাকে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। সোমবার খাওয়ার কথা বলে মাদরাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে ওই শিশুটি। পরে শিশু ছেলেকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর মা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বলাৎকারে জড়িত মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমকে/আইএম