মৌলভীবাজার সীমান্তে ১৫ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৪:২৩ পিএম


মৌলভীবাজার সীমান্তে ১৫ বাংলাদেশিকে ‘পুশ ইন’ বিএসএফের
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৫ জনকে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) ভোরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। তবে আটককৃতরা বলছে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এ ঘটনার পরপরই জেলার সবকয়টি সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

এর আগে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বুধবার খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে ৮১ জন এবং কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে গত মঙ্গলবার রাতে ৩০ জনকে পুশ-ইন করা হয়।

বিজ্ঞাপন

মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এরমধ্যে ৭ জন পুরুষ, তিনজন নারী ও ৫ জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তারা ভারতের আসামে বসবাস করছেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভাণ্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন। 

আটক ব্যক্তিরা আরও জানান, তাদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাদের কয়েকজনকে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।

বিজ্ঞাপন

কমলগঞ্জ মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য বীণা রানি দেব জানান, আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তীতে তাদের আর থানায় যাওয়া হয়নি।

বিজ্ঞাপন

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে বিজিবি কর্তৃক ১৫ জনকে আটক করার খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে শিশু নারী ও পুরুষসহ ১৫জনকে আটক করা হয়।  

তিনি বলেন এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে আজ বৃহস্পতিবার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা বিজিবির হেফাজতেই আছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সব কয়টি সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission