ব্রিজের নিচ থেকে ৮৪ প্যাকেট মাংস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৫:১৪ পিএম


ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার
ছবি: আরটিভি

নওগাঁর বদলগাছী উপজেলায় আধাইপুর এলাকার একটি সেতুর নিচ থেকে পলিথিনে ভরা পরিত্যক্ত অবস্থায় ৮৪টি মাংসের প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মাংসগুলো মানুষ নাকি অন্য কোনো প্রাণীর তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিষ্ণুপুর সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাংসের প্যাকেট দেখতে শতাধিক লোকজন ভিড় করেছে। পলিথিনে ভরা অনেকগুলো মাংসের প্যাকেট সেখানে পড়ে রয়েছে। মাংসগুলো তখনও পচেনি। পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল ৮টার দিকে আমেনা খাতুন নামের এক নারী ব্রিজের পাশে ঘুটা (গরুর গোবর শুকিয়ে তৈরি করা জ্বালানি) শুকাতে যান। এ সময় তিনি ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো কিছু বস্তু পড়ে থাকতে দেখে কৌতূহলবশত নিচে নামেন। পরে সেখানে গিয়ে দেখতে পান, জায়গাটি জুড়ে ছড়িয়ে–ছিটিয়ে আছে মাংসভর্তি বেশ কয়েকটি প্যাকেট। 

বিজ্ঞাপন

আমেনা খাতুন বিষয়টি গ্রামে জানালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ওইসব প্যাকেটের অস্তিত্ব দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজনও ঘটনাস্থলে ভিড় করেন।

এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিষ্ণুপুর ব্রিজের নিচে ৮০ থেকে ৮২টির মতো মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় কে বা কারা এগুলো ফেলে গেছে। পলিথিনে ভরা প্রতিটি প্যাকেটের ওজন এক কেজি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাংসগুলো গরুর মাংস হতে পারে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থল থেকে দুটি মাংসের প্যাকেট সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য। মাংসগুলো ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো কিসের মাংস। এগুলো কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission