ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আইজিপির ভাতিজার বিরুদ্ধে পরিবার উচ্ছেদের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ , ০৭:৪৮ পিএম


loading/img

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ভাতিজা মো. ইমরান বেপারীর (৩২) বিরুদ্ধে একটি পরিবারকে মারধর করে তাদের পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের ভুক্তভোগী পরিবারটি।

ভোজেশ্বের ইউনিয়নের ৩১নং চান্দনী মৌজার ৭৭২ দাগে ২০৭ নম্বর খতিয়ানে চার শতাংশ পৈত্রিক জমিতে টিনের ঘরে পরিবার নিয়ে অনেকদিন ধরে বসবাস করে আসছেন নজরুল ইসলাম সরদার। গত বুধবার দুপুরে সাঙ্গপাঙ্গ নিয়ে নজরুলের বাড়িতে ঢুকে তার পরিবারের সদস্যদের মারধর করে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করেন ইমরান।
--------------------------------------------------------
আরও পড়ুন: পথশিশুদের জন্য ‘মজার স্কুল’
--------------------------------------------------------

বিজ্ঞাপন

পরেরদিন বৃহস্পতিবার নজরুলের স্ত্রী নাজমা আক্তার নড়িয়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জুয়েল নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

এই বিষয়ে ইমরান বলেন, ওই সম্পত্তির মালিক আমি। আমার নামে রেকর্ড-পর্চা আছে। আমি অন্যের জমি দখল করিনি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, অভিযোগটি তদন্তাধীন আছে।

আরও পড়ুন: 

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |