ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বান্দরবানে পাহাড় ধসের শঙ্কায় মাইকিং

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০২:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বান্দরবানে কয়েকদিনের টানা মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার (৩০ মে) গভীর রাত থেকে টানা বর্ষণে শহরের বনরূপা, হাফেজঘোনা, মেম্বার পাড়াসহ বেশ কিছু নিচু এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়াও ঝড়ো হাওয়ায় বেশ কিছু সড়কে গাছ ভেঙে পড়ে ও পাহাড়ের মাটি পড়ে যান চলাচলের বাধা সৃষ্টি হয়েছে। তবে রাতভর ভারী বৃষ্টিপাত হওয়ায় ঐসব এলাকা প্লাবিত হয়। 

এদিকে পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। এছাড়াও জেলার সাতটি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের সরে যেতে অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের সর্তক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জেলা সদরসহ সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |