ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দেবতাখুম ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র ভ্রমণে ৭ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। অর্থাৎ ১৮ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ করা যাবে না। 

বিজ্ঞাপন

রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের জারি করা এক স্মারকপত্রে জানা যায়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারি বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ইত্যাদির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমতাবস্থায়, রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম-এ পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এরই পরিপ্রেক্ষিতে, পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের জন্য ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হলো।

এছাড়াও দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে স্বস্ব ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, বান্দরবান শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় দেবতাখুম-এর অবস্থান। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট গত ১১ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে বৈরি আবহাওয়ার কারণে ফের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হলো।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |