ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আবারও দুই দিনের রিমান্ডে মমতাজ

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০৭:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হামলা-ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়।

এদিকে আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। গত দুই দফায় মমতাজকে আদালতে হাজির করা হলে দুই দফায়ই আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। তবে আজ মমতাজকে এই পরিস্থিতিতে পড়তে হয়নি।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে শেষে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। আদালতের বিচারক হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুরের মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

এরপর গত ২৭ মে দ্বিতীয় বারের মতো সিংগাইরের হত্যা মামলার নিয়মিত হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। ওই দিন আদালত শুনানি শেষে জামিন নামুঞ্জুর করে মমতাজকে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। 

প্রসঙ্গত, ২০১৩ সালে হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

আরটিভি/এমএ/এআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |