ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কুকি-চিনের ইউনিফর্ম, গার্মেন্টস মালিক ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৯:৪৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নগরীর পাহাড়তলীর একটি গুদাম থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাড়ে ১৫ হাজার পিস ইউনিফর্ম উদ্ধারের মামলায় একই এলাকার নূর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসের মালিক মতিউর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

জানা যায়, তিনি লালমনিরহাটের পাটগ্রামের ব্যাংকান্দা এলাকার বাসিন্দা। নগরীর ফয়েস লেক এলাকায় তিনি বসবাস করতেন। রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহিম খলিল শুনানি শেষে এ আদেশ দেন।

মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। 

বিজ্ঞাপন

এর আগে, পুলিশের পক্ষ থেকে মতিউর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষ ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, গত ২৭ মে রাতে পাহাড়তলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ কেএনএফের প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

২৬ মে অক্সিজেন নয়ারহাট এলাকার আরেকটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস থেকে আরও ২০ হাজার ৩০০ ইউনিফর্ম জব্দ করে। 

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের জন্য এসব ইউনিফর্ম তৈরি করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |