ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সাঁতরে পার হতে গিয়ে কাপ্তাই হ্রদে স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৬:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে দীপেন চাকমা (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

তার দাদু সঞ্চয় চাকমা জানান, দুপুরে রাজবন বিহারে ঘাট থেকে চক্রপাড়া যাওয়ার জন্য বোটের জন্য দীপেন ও তার তিন বন্ধু অপেক্ষা করে। কিন্তু বোট আসতে দেরি হওয়ায় বন্ধুদের সঙ্গে সাঁতরে পার হতে গিয়ে হ্রদের মাঝখানে গিয়ে তলিয়ে যায় সে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এছাড়াও জাল টেনে উদ্ধারের কাজ চালাচ্ছি। 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জানান, আমাদের ডুবুরিরা মঙ্গলবার খাগড়াছড়িতে একটা উদ্ধারের কাজে গেছেন। তারা এখনো ফিরতে পারেনি। আমরা চট্টগ্রামে ডুবুরি টিমকে খবর দিয়েছি। তারা এসে পৌঁছলে উদ্ধারের কাজ শুরু করা হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |