ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১০:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে সাপের কামড়ে রুনিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

রুনিয়া বেগম ওই এলাকার মৃত আমান মোল্লার স্ত্রী। তার বাবার নাম আব্দুর রসিদ। তিনি চার সন্তানের জননী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, রুনিয়া বেগম নামের ওই নারী দুপুরে ফসলি জমিতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের ভাই জাহাঙ্গীর মাল অভিযোগ করে বলেন, এলাকায় সাপে কাটা অনেক সাধারণ ঘটনা। কিন্তু প্রতিবার দেখা যায় সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় মানুষ মারা যাচ্ছে। আমরা বারবার বলার পরও কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরমান বলেন, বিষয়টি দুঃখজনক। আমাদের এখানে বর্তমানে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে রোগীকে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসলে হয়ত তিনি বেঁচে যেতেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, বিষয়টি দুঃখজনক। ওই গৃহবধূর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |