ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

নারীকে অনৈতিক প্রস্তাব, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

আরটিভি নিউজ 

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৮:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ একটি চক্র ২৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মাস্টারপাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তার চরাঞ্চলের এক নারীকে একই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ঘটনা জানাজানি হলে ওই নারীর পরিবারের সদস্য ও দুলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও বল্লম নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে তৃতীয় একটি দল সংঘবদ্ধ হয়ে ২৭টি গরু লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে রাতের বেলায় উত্তেজনা আবারও বাড়ে, যখন অভিযুক্তদের একটি দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গণমাধ্যমকে বলেন, এক নারীকে যৌন হয়রানির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাশাপাশি গরু লুটের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়নি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |