সংকট ও ষড়যন্ত্র নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন: সালাম পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৫:১৩ পিএম


সংকট ও ষড়যন্ত্র নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন: সালাম পিন্টু
ছবি: আরটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এই অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এই সংকট ও ষড়যন্ত্র নিরসনের জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে ভারই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, অস্থিরতা ও জনমনে আতঙ্ক নিরসন এবং দেশের বিরুদ্ধে চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি, কারণ কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই এই সংকট সমাধান করতে পারে।

বিজ্ঞাপন

সালাম পিন্টু বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার অপরিহার্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশের জনগণের বর্তমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। একইসঙ্গে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবেলায় একটি নির্বাচিত সরকারই কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু সরকার নির্বাচনের জন্য একটি সময় ঘোষণা করেছে, তারা যেন দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনকে সক্রিয় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হোক। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, অলোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান, সাবেক ইউপি সদস্য নরুল আমিন নান্নু প্রমুখ

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission