ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, হেল্পার নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৫ জুন ২০২৫ , ১১:১৩ পিএম


ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, হেল্পার নিহত
ছবি: আরটিভি নিউজ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি পরিবহনের একটি বাস উল্টে বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) উপজেলার ভান্ডাব এলাকার এসএনএস সিএনজি পাম্প সংলগ্নে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ঢাকাগামী দ্রুতগতির দুটি বাসপাল্লা দিয়ে যাচ্ছিলো। উপজেলার ভান্ডাব এলাকার এসএনএস সিএনজি পাম্প সংলগ্নে এসে ভিআইপি পরিবহনের বাসটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায় এবং পরে আবার সড়কে পল্টি খায়। এ সময় গাড়ির হেল্পার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ভিআইপি পরিবহনের হেল্পার ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এবং আহতদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ দিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে হাইওয়ে থানার পুলিশ বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসলে যানচলাচল স্বাভাবিক হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission