কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম নাজমুল হোসেন (৪২)। সোমবার উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়ির পাশে জমিতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
জানা যায়, নাজমুল রাজারহাট বাজারের স্বপ্ন সুপার শপের ডিলার ছিলেন। তিনি কাচারিপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল হোসেন বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এমকে -টি