চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৫:০০ পিএম


চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
ছবি: আরটিভি

চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডাঃ জাহাঙ্গীর খান।

আরও পড়ুন

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে কলেজ অধ্যক্ষ তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও কলেজের শিক্ষক ও অভিভাবকরা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।

বিজ্ঞাপন

কলেজের পরিচিতি তুলে ধরতে গিয়ে উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮ জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫জন এবং সবশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫জন শিক্ষার্থী ভর্তি হয়।

এছাড়া দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধুমাত্র চাঁদপুর মেডিকেলে বিদেশি ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে দুইজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।

আরটিভি/এএএ   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission