ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা, ঘরে তুলে দিলো সেনাবাহিনী

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৯:২০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ায় রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মা বিমলা রানীকে ঘরে তুলে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার বগুড়ার বড়কুমিড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে ছেলের বাড়িতে রেখে আসেন তারা। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ।

স্থানীয় বাসিন্দারা জানান, মা হয়েও নিরাপদ আশ্রয়টুকুও পাননি নিজ সন্তানদের কাছে। এমন হতভাগা মা শ্রীমতী বিমলা রানী। ৯০ বছর বয়সী বিমলা রানী এখন বয়সের ভারে নুয়ে পড়ছেন। চোখে দেখেন না, কানে শোনেন স্বাভাবিকের চেয়ে কম। ঠিকভাবে চলাফেরা করতেও পারেন না। এক সময় স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন বিমালা রানীর পরিবার। স্বামী শ্রী হরিপদ চন্দ্র মারা যাওয়ার পর থেকেই সুখের সংসারে বিপর্যয় নামে বিমলা রানীর। ৩ ছেলের কেউই বৃদ্ধা মাকে দেখেন না এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের বড় কুমিড়া হিন্দুপাড়া গিয়ে রাস্তা থেকে তুলে বৃদ্ধা মাকে তার ছেলের বাড়িতে রেখে আসেন সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এ সময় লেফটেন্যান্ট ফাহাদ বৃদ্ধা বিমলা রানীর ছেলেদের সতর্ক করেন এবং বৃদ্ধা বিমলাকে নিজে হাতে খাবার খাওয়ান। এ ঘটনায় প্রতিবেশীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আর বৃদ্ধার ছেলেদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জানান।

এ বিষয়ে সেনাবাহিনীর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। তার ছেলেরা ভুল স্বীকার করেছেন। এমনকি তাদের আর্থিক সমস্যা থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |