ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বালু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০১:৪৭ পিএম


loading/img
নিহত সৃজন সাহা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন এক যুবক। নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ওই যুবকের নাম সৃজন সাহার (২৮)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এবং পূর্বাচল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত সৃজন সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়।

জানা যায়, রোববার বিকেল ৫টায় তিনি রূপগঞ্জের ইছাপুরা এলাকায় বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। সেদিনই পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুর নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় নানার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে সেখানে যান তিনি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে লুঙ্গি পরে নদীতে নামেন সৃজন। এ সময় নদীর তীরে দাঁড়িয়ে থাকা ছোট ভাই সূর্য সাহা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, নদীতে সাঁতরে কিছু দূর যাওয়ার পর প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন স্রোতের তীব্রতা ও অন্ধকারে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার বালু নদীর পাতিরা এলাকা থেকে সৃজন সাহার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |