ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সীমান্তবর্তী সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দক্ষিণ পাশে একটি বিলের জলাশয় থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বিলের কচুরিপানার স্তূপের ওপর একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে লাশটি কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়। দীর্ঘ সময় ধরে মরদেহটি পানিতে থাকায় তাতে পোকামাকড় ও মাছির উপদ্রব লক্ষ্য করা গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরটিভি/এএএ