ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ১০

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) বিকেলে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও তিন পুরুষসহ মোট সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুন

ওই দিন রাতে আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ওসমানী মেডিকেল রোডের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |