ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বরগুনায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) দুপুর ৩টার দিকে কেওড়াবুনিয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহতদের মধ্য দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-মেয়ের। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আরেক যাত্রীকে হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |