ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মিরসরাইয়ে চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:৫৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামে মিরসরাইয়ে কনটেইনারবাহী চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ডাম্পট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তরপাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির স্ক্র্যাপবোঝাই ডাম্পট্রাকটি ওভারট্যাক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। 

বিজ্ঞাপন

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |