ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) পদ্মা নদীতে জেলে সোনা হলদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, জেলে সোনাই হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১টায় তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ২০০ টাকায় সিলেটের শ্রীমঙ্গলে এক ব্যক্তির নিকট বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |