ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় একটি পুকুর থেকে মোহাম্মদ লাদেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) সকালে সমবায় ডিঘি নামক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।

স্থানীয়দের ধারণা, লাদেনকে হত্যা করে পুকুরে ফেলা হতে পারে অথবা এটি হতে পারে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা। তবে পুলিশ বলছে, সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, নিহত লাদেন চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা পাড়া গ্রামের এজহারুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |