পাইকগাছায় ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনামূল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষক-কৃষাণী এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেনের সঞ্চালনায় নারকেল চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় পাইকগাছায় লবণাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। সে কারণে সরকার এ অঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে। আপনারা চারাগুলো স্বযত্নে লাগিয়ে পরিচর্যা করবেন।
আরটিভি/এমএ