ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গাংনী সীমান্তে ৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামের মাঝামাঝি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানো হয়। স্থানীয় বিজিবি ক্যাম্প তাদেরকে আটক করেছে। 

সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বাসিন্দা ধনু মিয়ার ছেলে টিটু শেখ (৪৫) একই এলাকার বাসিন্দা এজাজ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৫৫) খুলনা জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার বাসিন্দা জাব্বার শেখের মেয়ে সাবেজান খাতুন (৪০), জামালপুর জেলার বাসিন্দা মোজাম্মেল হোসেনের মেয়ে ফাইমা খাতুন (২৭), একই এলাকার বাসিন্দা নাছিমা আক্তার (৩৬), রহিম মিয়া (৫) এবং রোহান শেখ (৩)

বিজ্ঞাপন

৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, ৮ জনই বাংলাদেশি বলে দাবি করছেন। তবে কারও কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে প্রকৃতপক্ষে তারা বাংলাদেশি কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |