ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খুলনায় গুলি করে যুবককে হত্যা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১১:৫৯ এএম


loading/img
প্রতীকী ছবি

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে  রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে রাত সোয়া ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়।

বিজ্ঞাপন

অন্যদিকে মিরাজ নামে গুলিবিদ্ধ যুবক হাসপাতাল থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও গুলিবিদ্ধ যুবকরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। তবে মিরাজের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সাব্বির এবং সাদ্দামসহ আরও অনেক যুবক সোহাগের বাড়ি অবস্থান করছিলেন। রাতে ৫-৭ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় তাদের ওপর আক্রমণ করে। একটি গুলি সাব্বিরের মাথার পেছন থেকে ভেদ করে সামনের একটি চোখ দিয়ে বের হয়ে যায়। আরেকটি গুলি সাদ্দামের মাথার পেছনে বিদ্ধ হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেডের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়। নিহত সাব্বিরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |