ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ব্যবসায়ীর দাড়ি টেনে মারধর, অভিযুক্ত সেই ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৫:৫৪ পিএম


loading/img

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনার চারদিন পর আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নাসিম ভূঁইয়া (৪৫) ঘিওরের মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন টিন ব্যবসায়ী। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি নাসিম ভূঁইয়ার অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান পরিচালনা করে আজ সকালে তাকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নাসিম ভূঁইয়াকে আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

Capture

এর আগে, গত ২৩ জুন রাতে ঘিওর বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার’-এর মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া। পরদিন ভুক্তভোগী আলী আজম ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন। 

এদিকে, ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে আত্মগোপনে ছিলেন নাসিম ভূঁইয়া।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |