ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ভালো নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১০:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভালো নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক দায়িত্বরত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের আসল কাজ একটা ভালো নির্বাচন দেওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। এখন যেগুলো করছি, সেগুলো হচ্ছে ‘বাই প্রোডাক্ট’। মন্ত্রণালয়ের যেসব সংস্কার করছি, তা সময়-সুযোগ পাওয়াতে করতে পারছি। তবে আসল কাজ হল এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। ভালো নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে।

বিজ্ঞাপন

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার শুরু করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হলে এটা করতে হবে। তবে অনেক রাজনৈতিক প্রভাবশালী আছেন, ক্যাডার আছেন, তারা অস্ত্র জমা দেবে না স্বাভাবিক। তবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনকালে বৈধ অস্ত্র জমা নিয়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা কিছুদিন মাত্র আছি। এরপর চলে যাব। সুশাসন একদিনে হয় না। তবে আমরা একদম আগের জায়গায় ফিরে যাব না। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

এ সময় ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, টানেল করার পর কেন চিন্তা করছেন? আগে তো পরিকল্পনা করার দরকার ছিল। এটি এখন শ্বেতহস্তী প্রকল্পে পরিণত হয়েছে। টানেল চালু রাখতে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে। আবার আনোয়ারা প্রান্তে পাঁচ তারকা, সাত তারকা রিসোর্ট করা হয়েছে। বিরাট টাকা খরচ হয়েছে। রক্ষণাবেক্ষণ করতে হয়। তাতেও অনেক টাকা দরকার। আর এমন জনশূন্য জায়গায় কে বিনোদন করতে আসবে? এটা নিয়ে ভাবতে হবে। টানেল শো-পিস। এই শো-পিস তো বেশি দিন দেখতে আসবেন না মানুষ। টানেল দেখার জিনিস না।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শাহরিয়ার ইকবাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক এম গোলাম মোর্শেদ খান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |