ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগঞ্জে আওয়ামী লীগের অর্ধশতাধিক তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০৯:৩০ পিএম


loading/img

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি তোরণের ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যায় তারা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উপজেলার সোনাপুর চৌরাস্তা, সুধারাম ব্রিজ, কচুয়া বাসস্ট্যান্ড, আলীপুর বাজার, সরকারি কলেজ, মডেল বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের নামে এসব তোরণ বানানো হয়েছিল। তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাৎ, ম্যানেজারের বিরুদ্ধে মামলা
--------------------------------------------------------

এ বিষয়ে সফিকুল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীরা নৌকার বিজয় এবং তাকে দলীয় প্রার্থী হিসেবে পেতে উপজেলায় শতাধিক তোরণ নির্মাণ করেন। দলীয় কোন্দলের জেরে একটি মহল দুর্বৃত্তদের দিয়ে এসব তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চলছে, দ্রুত ঘটনার সঙ্গে জড়িদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন:

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |