চাঁপাইনবাবগঞ্জ শহরের বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর স্থানীয় সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টি-টুয়েন্টির এই ম্যাচে জয়ী হয়েছে রাজশাহীর সাংবাদিকরা। তারা চাঁপাইনবাবগঞ্জ দলকে ৭ উইকেটে পরাজিত করেন।
প্রথমে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জের সংবাদকর্মীরা সব কয়টি ইউকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে।
জবাবে রাজশাহীর সংবাদকর্মীরা মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁচ্ছে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের সুমন।
এর আগে সকালে খেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এরশাদ হোসেন খান। উভয়দলের খেলোয়ারদের শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাদিুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।
আরও পড়ুন:
- গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১
- যশোরে ২০টি স্বর্ণের বার উদ্ধার
- জনগণের সাড়া না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি : কাদের
পি