ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পরীক্ষা দিতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলো বৈশাখী

লালমনিরহাট প্রতিনিধি

রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ , ০৭:৫৭ পিএম


loading/img

প্রতিদিনের মতো আজ (রোববার) প্রস্তুতি শেষে পরিবারের বড়দের দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল এসএসসি পরীক্ষার্থী বৈশাখী। কিন্তু কেন্দ্রে পৌঁছাতে পারেনি সে। তার আগেই বৈশাখীর প্রাণ কেড়ে নিলো ঘাতক ট্রাক।

বিজ্ঞাপন

রোববার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল ক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বৈশাখী। পরে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বৈশাখী লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মেয়ে। এবার কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে।

বিজ্ঞাপন

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাসেদ হারুন জানান, সকালে বাড়ি থেকে মামার সঙ্গে মোটারসাইকেল যোগে কালীগঞ্জ কে ইউ পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল বৈশাখী। পথে কাকিনা রেল ক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিলে বৈশাখী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এসএইচ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |