খাগড়াছড়ির রামগড় উপজেলার পাকলাপাড়া থেকে চাইথুই মারমা নামে এক ব্যক্তিকে অপহরণের প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্যমণি চাকমা, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি লোকমান হোসেন, সমঅধিকার আন্দোলনের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে খুন, গুম, অপহরণ, হত্যা ও অব্যাহত চাঁদাবাজিসহ ইউপিডিএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ডে এখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসবই প্রমাণ করে তারা পাহাড়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চায়। তাদের কাছে বাঙালিদের পাশাপাশি আজ সাধারণ পাহাড়িরাও নিরাপদ নয়। রামগড়ে চাইথুই মারমা অপহরণই তার প্রমাণ।
সমাবেশ থেকে অবিলম্বে চাইথুই মারমাকে মুক্তি ও সংগঠনটির সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে কঠোরভাবে দমনের হুমকি দেয়া হয়।
এর আগে জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারের সামনে থেকে চাইথুই মারমাকে অপহরণের প্রতিবাদে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে একটি মিছিল বের করা হয়। কর্মসূচিতে কয়েকশ’ পাহাড়ি নারী পুরুষের পাশাপাশি মারমা ঐক্য পরিষদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পার্বত্য বাঙালি ছাত্র ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
প্রসঙ্গত, গত ৪ মার্চ গভীর রাতে রামগড় উপজেলার পাকলাপাড়ার নিজ বাড়ি থেকে চাইথুই মারমাকে অপহরণ করা হয়।
পি