ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শিশুদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ , ০৬:১৫ পিএম


loading/img

ইতিহাস বিকৃত করে নয়, সঠিক ইতিহাস তুলে ধরে কোমলমতি শিশুদের আগামীদিনে দেশের কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই শিশুদের সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বলেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

রবিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি সেনবাগ উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে নিজ অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদান করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কুমিল্লায় খালেদা জিয়ার দুটি মামলার শুনানি অনুষ্ঠিত
--------------------------------------------------------

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদান অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোরশেদ আলম বলেন, ৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাস বিকৃত করে এ দেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু তারা তা করতে পারেনি। সত্য কখনও চাপা দেয়া যায় না। ইতিহাস বিকৃত করে নয়, সঠিক ইতিহাস তুলে ধরে কোমলমতি শিশুদের আগামীদিনে দেশের কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই শিশুদের একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন

দিনের আরেক অনুষ্ঠানে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। তাই এ উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

আরও পড়ুন : 

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |