দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে: ডা. জাহিদ
দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ শেষে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘অনেকে বলতেছে তারা নাকি দেশপ্রেমিক। শুধু বক্তৃতা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমিক হতে হলে কর্মে তার প্রমাণ করতে হবে।’
বিএনপি দেশপ্রেমিক দল জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ইতোমধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীরা তা প্রমাণ করেছেন। জনগণের দুঃখ-কষ্টে সব সময় বিএনপি পাশে ছিল। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে ছেড়ে কখনো পালাননি, পালাবেনও না। বিএনপি জনগণের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।’
এ সময় ডা. জাহিদ সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গির্জা ও কওমি এবং এতিমখানা মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ ১৫০০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হজরত আলী সর্দার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
আরটিভি/এমকে
মন্তব্য করুন