ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে ডিসির মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রোববার, ১০ জুন ২০১৮ , ০৭:৩৬ পিএম


loading/img

আবারও মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র। রোববার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুন এর মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, ঈদ ও উৎসব এলেই একটি চক্র আমার মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করে। এর আগেও দুই দফা মোবাইল ফোন নম্বর ক্লোনের ঘটনা ঘটেছে। রোববার সকালে এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুনের কাছে একটি প্রকল্পের কথা বলে চাঁদা চাওয়া হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মহোদয়ের (০১৭১৫১০৮০৯৭) মোবাইল নম্বরটি থেকে ফোন আসে। কিন্তু ফোনটি রিসিভ করার পরই কণ্ঠ অপরিচিত হওয়ায় বিষয়টি আমি নিশ্চিত হই নম্বরটি ক্লোন করা হয়েছে। চক্রটি আমাকে ১৪ হাজার পাঁচশত টাকা চেয়ে বিকাশ করে পাঠাতে বলেন। পরে বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, এমন ঘটনা আমি জানার পরই আমার ফেসবুকে একটি পোস্ট দিই এবং বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করি।

এ ব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছি। একটি প্রতারকচক্র এটি করছে। আমরা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, এর আগে প্রথমে ৩ নভেম্বর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এবং দ্বিতীয়বার ৩০ এপ্রিল জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |