ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নড়াইলে ৩ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩২

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ , ১০:৩৭ এএম


loading/img

নড়াইলে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের। অভিযানকালে ২৩ পিস ইয়াবা, ১টি তরয়ারি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

বিজ্ঞাপন

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ৪ থানা নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগতির  বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সদর থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ পিস ইয়াবা, বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, লোহাগড়া থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে ৯ জন, কালিয়া থানায়  ৪ রাউন্ড গুলি ও ১টি তরয়ারি উদ্ধারসহ  মোট ৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ  ৬ জনকে গ্রেপ্তার করে।

--------------------------------------------------------------
আরও পড়ুন : কুষ্টিয়ায় আলাদা ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

জেলার ৪ থানায় অভিযানকালে মাদক মামলায় ৩, জি আর মামলায় ২০ জন, সিআর মামলায় ৭ জন ও নিয়মিত মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।  

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, বিশেষ করে দেশকে রক্ষা করার জন্য, এটাকে যুদ্ধ হিসেবে ঘোষনা করেছেন, সেই স্প্রিটটাঁকে কাজে লাগিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান চলমান থাকবে। তিনি মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহযোগিতা কামনা করেন।

 

বিজ্ঞাপন

আরও পড়ুন :

বিজ্ঞাপন

  গাজীপুর সিটিতে তিন স্তরের নিরাপত্তা

  ১২ দিনের ভাগনে হত্যার অভিযোগে মামি গ্রেপ্তার

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |