নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি থেকে কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দেয়ার দাবিতে এবং বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে অবাঞ্ছিত ঘোষণা করে সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামার বাজারে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা ভিপি মফিজ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হারুন।
বক্তারা বলেন, জয়নুল আবদিন ফারুককে স্বীকৃত চাঁদাবাজ। তার স্বভাব-চরিত্র ভালো নয়। তার নামে অনেক আজেবাজে অভিযোগও রয়েছে।
জেবি/এসএস